ফাইনালে মিয়ামি
মেজর লিগ লিগস কাপের সেমিফানাল ম্যাচ ইন্টার মায়ামি বনাম অরল্যান্ড সিটির বিপক্ষে২৮শে আগস্ট রাত ১২ঃ৩০ মিনিটে বাংলাদেশ সময় আরাম্ভ হয়। প্রথম অধ্যায়ে ইন্টার মায়ামি ১ গোল পিছিয়ে থাকলেও। দ্বিতীয় অধ্যায়ে। ৮১ মিনিটের সময় মেসির পেনাল্টি শুটে খেলা একে একে সমতা ফিরে আসে। অতিরক্ত সময় যোগ করার প্রথম মিনিটে। দ্বিতীয় গোল করেন একবারে শেষ সময়ে জোড়াগুল দিয়ে ফাইনাল নিশ্চিত করেন ইন্টার মায়ামি

ম্যাচ শুরু হওয়ার ৭৫ মিনিটে ইন্টার মায়ামি এক শূন্য গোলে পিছিয়ে থাকেন। জর্দি আলবার ক্রস থেকে বক্সের ভেতরে হেড করলেও গোলকিপার তাদেও আইয়েন্দে বলটি ধরে ফেলেন। একটু হতাশার সুরের ফর গ্যালারি থেকে ভেসে এলো গর্জন রেফারি বাঁশি বাজিয়েছে পেনাল্টি তাই।
আইয়েন্দেকে ধাক্কা মারেন হেড নেওয়ার সময় ডেভিড ব্রেকালো। রেফারির চোখে ফাঁকি দিতে পারেনি ডেভিড ব্রেকালোর দাক্কা। সাথে সাথে বাঁশি বাজিয়ে জানিয়ে দেন পেনাল্টি। তার ঐ সিদ্ধান্ত এক ঝটকায় যেন বদলে দিল ম্যাচের মোড়। এই ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে মাঠ ছাড়তে হলো ডেভিড ব্রেকালো। পেনাল্টি থেকে গোল করলেন লিওনেল মেসি। পরে তার দারুণ এক গোলে এগিয়ে গেল মায়মি অধিনায়ক হিসেবে অবদান রাখলেন তৃতীয় গোলেও।
আর্জেন্টিনারের তারকা এই জাদুকর মেসি
চোট কাটিয়ে মিয়ামির হয়ে মাঠে ফিরলে এই জাদুকর । খেলার বেশি সময় ধরে ছন্দে থাকতে পারেননি এই জাদুকর। কিন্তু শেষের দিকে জ্বলে উঠলেন আর্জেন্টিনারের তারকা এই জাদুকর মেসি । লেগস কাপের ঘরের মাঠে তাদের সেমি ফাইনাল ম্যাচে পিছিয়ে থাকা ইন্টার মায়ামি। শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছে গেলেন। অরল্যান্ড সিটিকে তিন- এক গোলে হারিয়ে।
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলো নিয়ে আয়োজিত মেজর লিগ
- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাবগুলো নিয়ে আয়োজিত। এ টুর্নামেন্টের ৩ আসরে দ্বিতীয় ফাইনাল এটি ইন্টার মায়ামির। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি আগামী বছরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলতে সরাসরি খেলবেন।
- সেমিফাইনালে চোখ রেখে মেজর লিগ সকারের। গত ম্যাচে ঝুঁকি মনে করে মেসিকে খেলানো হয়নি।মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। দলের সবচেয়ে বড় তারকা সেটির প্রতিদানও দিলেন দারুণভাবে তিনি।
- মেজর লিগ নিয়মিত মৌসুমে মায়মি এ অরল্যান্ড সিটির কাছে দুই দফায় গোল হজম করেছেন সাতটি। এই ম্যাচেও ৯ মিনিটের সময় তারা প্রথমে সুযোগ পায়। মার্তিন ওহেদা বিপদজনক ভাবে বক্সে ঢুকে বা পাশ থেকে জোরালো শট নেন। তবে তা দারুণভাবে ফিরিয়ে দেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি।
৩১ মিনিটের সময় মায়ামি প্রথম সম্ভাবনা জাগায় । রদ্রিগো দে পলের কাছ থেকে বল পেয়ে কাট করে ভেতরে ঢুকে শট নেন লুইস সুয়ারেস। তবে বল চলে যায় একটু বাইরে দিয়ে।
৪৫ মিনিট শেষে অতিরিক্ত সময় যোগ করা সময় ছিল এক মিনিট। তখনই গোল করে অরল্যান্ডোকে এগিয়ে দেন মার্কো পাসালিচ।
৫১ মিনিটে সময় আলবার পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে জোরাল শট নিতে পারেননি সুয়ারেস। বল ধরতে সমস্যাও হয়নি অরল্যান্ডোর গোলকিপারের।
৭৫ মিনিটে সময় সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে মিয়ামির। আলবার যখন ক্রসে হেড নেয় ঐ সময়ই পড়ে যান আইয়েন্দে। ঐ সময়ই পেনাল্টি দেন রেফারি।ডাবল হলুদ কার্ডের জন্য মাঠ ছাড়েন ব্রেকালো। মায়ামিকে সমতায় ফেরান মেসি। লিগস কাপে এটি তার প্রথম গোল।
অরল্যান্ডোর প্লেয়ার যখন ১০ জন তখন প্রবল চাপে ফেলে দেয় মায়ামি। বার্সেলোনায় অনেকবার যেমন দেখা গেছে, সেভাবেই আলবার সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের ভেতর জটলার মধ্যে এগিয়ে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান মেসি সেই পথ ধরেই গোল আসে ৮৮ মিনিটে।
অতিরিক্ত মিনিট যোগ করা পর প্রথম মিনিটে আরেকটি গোলে ফাইনাল নিশ্চিত করে ফেলে মায়ামি। মেসির পাসে বল পান রদ্রিগো দে পল। তিনি বাড়িয়ে দেন তেলাস্কো সেগোভিয়ার দিকে। ভেনেজুয়েলার তরুণ মিডফিল্ডার সুয়ারেসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সে ঢুকে পরাস্ত করেন অরল্যান্ডোর গোলকিপারকে।
রোববারের ফাইনালে মায়ামির প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। একই দিনে তারা হারায় লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে।
Leave a Reply